রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মুক্তার খান (৬০)। আহত হয়েছেন তাঁর স্ত্রী মেহেরুন নেছা (৪৫)। তাঁদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কলিকান্দা গ্রামে।
ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথচারী জামিউল হোসেন। তিনি জানান, মহাখালী ফ্লাইওভারের নিচে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁদেরকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ওই দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মুক্তার খানকে মৃত ঘোষণা করেন।
আহত মেহেরুন নেছা জানান, তাঁর চিকিৎসার জন্য আজ ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিউট ও হাসপাতালে এসেছিলেন তাঁরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মুক্তার খানের লাশ মর্গে রাখা হয়েছে।