মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শ অনুসরণকারীদের সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী মির্জাপুর দায়রা’র ব্যাবস্থাপনায় পীরানে পীর দস্তগীর, গাউছুল আযম শেখ সৈয়দ মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী (ক.) এর পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও মাইজভাণ্ডার অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ, খাতেমুল আউলিয়া, গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর পবিত্র বেলাদত দিবস স্মরণে মাসিক ফাতেহা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ৷
বুধবার ০১ ফাল্গুন, ১৪২৫ বাংলা (১৩-০২-২০১৯ খ্রিঃ) উপজেলার মির্জাপুরস্থ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী দায়রা’য় এ ফাতেহা অনুষ্ঠিত হয়।
ইমরান হোসাইন মানিকের সঞ্চালনায় এবং আলী আকবরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে পাকের কেন্দ্রিয় প্রতিনিধি জনাব নাজমুল হাসান শিমুল এবং জনাব মোঃ লালন ওসমান ৷ অনুষ্ঠানে সবশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জাহাঙ্গীর।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো.মোবারক হোসাইন, ফারবেজ আলম জনি, মহিম উদ্দিন, শাখাওয়াত কায়ছার, আলী হায়দার রাজু, খুরশেদুল আলম, মোঃ নেজাম ও হাফেজ আরিফ কায়ছার সহ আরো অনেকে৷