ব্যাপক শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে ঝিনাইদহের কালীগঞ্জের বিভিন্ন এলাকায় । বেশ বড় বড় বরফের খণ্ডে রাস্তা, মাঠ সাদা হয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ শিলাবৃষ্টি শুরু হয়ে ৭টার দিকে শেষ হয়।
জানা গেছে, শিলায় ধান, আমের গুটি, লিচুর পাশাপাশি সবজিক্ষেতের ক্ষতি হয়েছে।
এবার উপজেলায় কয়েক হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। কৃষকরা ধারদেনা করে চাষ করেছেন। কিন্তু শিলাবৃষ্টির কারে ধানে চিটা পড়ে যেতে পারে। এমন হলে কৃষকের উৎপাদন খরচ উঠবে না।
কালীগঞ্জের স্থানীয় সাংবাদিক সাবজাল হোসেন বলেন, তিনি কালীগঞ্জে এমন শিলাবৃষ্টি এর আগে কখনো দেখেননি। পুরো এলাকা সাদা হয়ে যায়। শিলা নয়, যেন বরফ পড়েছে।
এমন শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে জানান তিনি।