মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
হাটহাজারীতে একটি সড়কের বেহাল দশার কারনে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। এতে স্থানীয়দের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীরা বর্ষার আগেই কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কার করার দাবী জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেখল ইউনিয়নের আনন্দবাজার হতে রহমত কাজী বাড়ীর ঘাটা পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবত মারাত্মকভাবে অবহেলিত হয়ে পড়ে আছে । এতে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়ে রইলেও এ পর্যন্ত দায়িত্বশীল কেউ কোনো ব্যবস্থা গ্রহন করেননি বলে জানান স্থানীয়রা । ঐ এলাকার একাধীক ব্যক্তি জানান, বর্তমান যুগে এই ধরনের অবহেলিত রাস্তা আর কোথায়ও আছে বলে আমাদের মনে হয় না। ভাবতে অাশ্চর্য্য লাগে কোথায় বাস করছি আমরা ! অল্প বুস্টিতেই এ সড়কের এ দশা আর আসন্ন বর্ষা মৌসুমে যে, জনদুর্ভোগ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা কল্পনাও করা যাচ্ছে না।
স্থানীয় ভুক্তভোগীরা আসন্ন বর্ষা মৌসুমের পুর্বে রাস্তাটি সংস্কার করে এ চরম অবর্ণনীয় দুর্ভোগ থেকে তাদের রক্ষা করতে যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।