জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় বখাটে মনিরুলের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিভিন্ন হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা নিজ নিজ বিদ্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, মো. হাসিনুর রহমান, মো. আসলাম কবির, তারিকুল ইসলাম তারিক, মো. শফিকুল ইসলাম, মো. কামাল হোসেন প্রমুখ।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলবস্তি এলাকার গ্রীল মিস্ত্রী আব্দুস সামাদের মেয়ে ও শহরের কামাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী গত ১৪ মার্চ বুধবার সকাল ১০টার দিকে স্কুলে যাচ্ছিলেন। বাক্সপট্টি এলাকায় পৌঁছলে বখাটে মনিরুল রিকশার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। ওইদিন সন্ধ্যায় বখাটে মনিরুলকে চাকুসহ গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।