বাংলা একাডেমীতে অনুষ্ঠিত হলো জেলা ইন্সটলেশন অফ রোটা ইয়ার ২০১৯-২০২০। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার।
উক্ত অনুষ্ঠানে জমকালো দুটি ফ্যাশন কিউ প্রশংসিত হলেন অনলাইন ব্রান্ড ইন-টোটো এর কর্ণধার তরুণ ফ্যাশন ডিজাইনার রুহুল চৌধুরী। দুইটি কিউয়ের মধ্য ছিলো ভিন্নতা। একটি ব্রাইডাল কিউ অন্যটি ওয়েস্টার্ন। ব্রাইডাল কিউটি সাজানো হয়েছিল একটু ভিন্ন ভাবে। এখানে ছিল ৫ টি কাপল। গায়ে হলুদ,মুসলিম বিয়ে,হিন্দু বিয়ে,খ্রিস্টান বিয়ে ও এক স্পেশাল ব্রাইডাল পোশাক।
আর ওয়েস্টার্ন কিউটি দর্শককে তাক লাগিয়েছে তার ভিন্নধর্মী পোশাক উপস্থাপনের মাধ্যমে। মডেলরা স্টেজে ওঠেন একটি পোশাকে আর ইনস্টান্টলি পোশাক বদলে ফেলেন দর্শক চোখের সামনে। দর্শক যেন পোশাকের মাঝে ম্যাজিক দেখতে পেলেন। সৌস্টপার ছিলেন মাহি ও পলাশ( ফেস অফ এশিয়া ২০১৯) এছাড়াও আরনিরা, আজমি,রূপকথা,নাহিদ-সাফা, রিয়াদ,মোনায়েম,নিহাল,ইলিয়াস মেকওভার নিলয় হোসেন নাজার আর ফ্যাশন কিউ দুটি কোরিওগ্রাফি করেছেন তরুণ কোরিওগ্রাফার আবদুল্লাহ আল মামুন।