মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী’র আম্মাজান ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (০৪ অগাস্ট) রাত পৌনে দশটার দিকে তিনি বাবুনগরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৩ বৎসর।আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইন’আমুল হাসান ফারুকী হাফি তিনার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন।
মরহুমা মায়ের জন্য দেশবাসীর নিকট দুআ চেয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
উল্লেখ্য,বাবুনগরীর আম্মাজান প্রখ্যাত বুযুর্গ আল্লামা হারূন বাবুনগরী রহ.এর মেয়ে ও শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী’র বোন এবং আল্লামা আবুল হাসান রহ.এর সহধর্মিণী।
আল্লামা জুনায়েদ বাবুনগরীর আম্মাজানের মৃত্যুতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাব পরিবার সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।