বান্দরবানে এক কিশোরীকে পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
বান্দরবানের লামা উপজেলায় গত সোমবার সকালের এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে নিজ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মোটরসাইকেল চালকের নাম মো.আলাউদ্দিন (৩৫)। তিনি উপজেলার ফাঁসিয়াখালীর ঘিলাতলী পাড়ার বাসিন্দা আবু ছালের ছেলে।
এর আগে গত সোমবার সকালে বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ওই কিশোরী কক্সবাজারের চকরিয়ায় যাওয়ার উদ্দেশে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলে ওঠে। কিন্তু মোটরসাইকেলটির চালক তাকে চকরিয়ায় না নিয়ে পার্শ্ববর্তী নিতাবানিয়া এলাকার রাবার বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকার করলে বাগানের এক নারী শ্রমিক এগিয়ে গেলে পালিয়ে যান অভিযুক্ত চালক।