স্টাফ রিপোর্টার ॥ সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় নানান উদ্যোগ নিয়েছে গ্রীন টাচ ওয়ান ডলার নামে একটি সংগঠন। আমেরিকার অর্গানাইজেশন গ্রীন টাচের এই অঙ্গ
সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশু ও গর্ভবতী মায়েদের জন্য শীতবস্ত্র, পুষ্টিকর খাবার, নতুন জামা, হ্যান্ড স্যানিটাইজার ও শিশুদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
রংপুর রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজে সারাদিন ব্যাপি বিভিন্ন উপকরণ বিতরেণের মধ্যে সব শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আয়োজনে সংগঠনটির এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) এম. এ. রশিদ জানান, গ্রীন টাচ ওয়ান ডলার একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
সংগঠনটি মুলত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ব্যবস্থা তৈরী করে- শিশুর আগামীর সুন্দর স্বপ্ন বিনির্মাণে আমাদের একমাত্র লক্ষ্য। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল অনলাইন ভিত্তিক স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রীন টাচ ওয়ান ডলার নামে একটি সংগঠনটি।
সংগঠনটির কার্যক্রম ২০২০ সাল থেকে শুরু হলেও বাংলাদেশে ২০২১ সালে জানুয়ারি মাসে কার্যক্রম শুরু হয়।