স্টেজ শো করার উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান যন্ত্রশিল্পী হানিফ আহমেদ ও পার্থ গুহ। মর্মান্তিক এ ঘটনায় শোকে স্তব্ধ সংগীতাঙ্গন। উপার্জনক্ষম এই দুই ব্যক্তির পরিবার এখন ভীষণ অসহায়। তাই তাদের পাশে দাঁড়ানোর অনন্য এক উদ্যোগ নিয়েছেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। অনলাইনে ফান্ড তৈরি করছেন তিনি। ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে সাড়ে পাঁচ লাখেরও বেশি টাকা।
ফুয়াদ বলেন, ‘হানিফ ও পার্থের পরিবারের সদস্যদের জন্য অর্থ সংগ্রহ করছি। তারা খুব সৎ ও পরিশ্রমী মানুষ ছিল। ক্ষতিটা অপ্রস্তুত এবং কিছুই তাদের ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু আমরা তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারি। আমি যা বুঝতে পারছি, তারা তাদের পরিবারের প্রাথমিক রুটিওয়িনার ছিল। হানিফের দুটা ছেলে ১৬ ও ৬ বছরের রেখে গেছে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পাশে দাঁড়ানো উচিত।’
এক ফেসবুক বার্তায় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুণী দুজন মিউজিশিয়ান হারালাম আমরা। এই ক্ষতি পূরণ হবার নয়। হানিফকে ভালোবাসে না এমন মানুষ আমাদের মাঝে পাওয়া যাবে না। ফেসবুক কাঁদছে, কাঁদছে আমাদের হৃদয়, ওর পরিবার, মা, বউ, ভাই, সবাই। কাঁদছে না শুধু হানিফের দুই ছেলে। ছোটজন জানেও না তার বাবা আর এই মাটির ঘরটা থেকে বের হয়ে আসবে না। বড় ছেলেটা পাথর, স্তব্ধ। সে এতটুকু বোঝে যে তাদের পৃথিবীটা ঐ মাইক্রোবাসটার মতই দুমড়ে গেছে।’
তিনি আরও লিখেছেন, ‘এটা ঠিক হানিফ কোনো দুস্থ মিউজিশিয়ান নয়। এরপরও হানিফের পরিবারের উপার্জনক্ষম সেই ছিল। আমরা সব শিল্পীরা মিলে যদি ছেলে দুটোর জন্য একটা কিছু করে দিতে পারতাম, তো খুব ভালো হতো। এর মধ্যে ফুয়াদ একটা ফান্ড রেইস করছে হানিফের জন্য, যা ভীষণ প্রশংসনীয়। আমরা সেখানেও কিছু করতে পারি। আবারও বলছি, হানিফ কোন দুস্থ মিউজিশিয়ান নয়। ওর পরিবারও কিছু চায়নি, তাই বলে আমরা তো দায়িত্ব থেকে সরে যেতে পারিনা। আমরা শুধু ওর পরিবারের পাহাড়সম কষ্টের কিছুটা লাঘব করার চেষ্টা করতে পারি। পার্থ দার পরিবারের প্রতিও আমাদের এবং সরকারের সম্মিলিত সহযোগিতা আশা করছি।’
জানা গেছে, সাড়ে ৮ লাখ টাকা সংগ্রহের জন্য এই ফান্ড সংগ্রহ করা হচ্ছে। যার মধ্যে অনেকটাই এসেছে। পুরোটা পূরণ হওয়ার পর এই দুই প্রয়াত শিল্পীর পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।