শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীর জয়

দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীর জয়

কুমিল্লার দেবিদ্বারে ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. হাজী জালাল উদ্দীন ভূঁইয়া মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৩০৭। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার মুকুল নৌকা প্রতীকে ২ হাজার ৯৯৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

গতকাল বুধবার রাত ১০টায় জালাল উদ্দীন ভূঁইয়াকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন বরুরা উপজেলা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। এদিন নোয়াগাঁও নামের একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া বাকি আটটি কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ১১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে হারুনুর রশিদ অটোরিকশা প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫১৩, চশমা প্রতীকে গোফরানুল কারিম পেয়েছেন ১ হাজার ১৬৫, টেবিল ফ্যান প্রতীকে মোহাম্মদ বাহাদুর পেয়েছেন ২২টি ভোট, আক্তার হোসেন লাঙল প্রতীকে ভোট পেয়েছেন ১৫টি, আবুল কালাম আজাদ টেলিফোন প্রতীকে ভোট পেয়েছেন ৭৬টি, মাহবুবুল হাসান রজনিগন্ধা প্রতীকে পেয়েছেন ২১টি, রহুল আমিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ১১৬টি, হাবিবুর রহমান খান আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৮১ ভোট।

এ ছাড়াও এ নির্বাচনে ৪১ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য ১০ জন প্রার্থীসহ মোট ৬২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ১৩ হাজার ৯৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোটের সংখ্যা ২৫৫টি।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনের পূর্বের ৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ভানী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে জেলা রিটার্নি অফিসার মো. আজহারুল ইসলাম ওই ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সব পদে নির্বাচন স্থগিত করেন।

তার মৃত্যৃর পর স্থগিতকৃত ভানী ইউনিয়নের নির্বাচনের পুনরায় তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর ওই ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পান নুরুজ্জামান ভূঁইয়া মুকুলের স্ত্রী তাহমিনা আক্তার মুকুল।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com