বিনোদন ডেস্কঃ অনুষ্ঠিত হলো মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর গ্র্যান্ড ফিনালে। মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর চ্যাম্পিয়ন আন নুর খান, ২য় কানিজ সুবর্না, ৩য় মেহরীন আহমেদ।
১১,১১,২২ তারিখে কে আই বি কনভেনসন হলে বাংলাদেশে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো বি বি বি – মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২।
প্রায় আট হাজার প্রতিযোগী রেজিষ্ট্রিশেন করে এই প্রতিযোগিতায়। সেখান থেকে বাছাই করে পাচ শতাধিক প্রতিযোগীকে নিয়ে প্রথম রাউন্ড অডিশনে ১০০ জনকে,পর্যায়ক্রমে ২য় রাউন্ডে ৫০ ও সর্বশেষ ৩য় রাউন্ডে টপ ২০ নির্বাচন করে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। ১০০ জনকে নিয়ে টানা ৩দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়।দ্বিতীয় রাউন্ড অডিশনের মাধ্যমে টপ ৫০ জনকে নির্বাচন করে এদের নিয়ে ১৫ দিনের গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয় এবং সেরা ২০ জনকে নিয়ে ৭ দিনের বিশেষ গ্রুমিং সেশন হয়।
ইভেন্ট ডিরেক্টর কৃষান ভুইয়া জানান, গ্রুমিং সেশনে ড্যান্স, ক্যাটওয়াক, ফ্যাশন এন্ড স্টাইলিং, শুদ্ধ ও সাবলীল উচ্চারন ,সুন্দর করে কথা বলা, ম্যানার, বিউটি, এক্সপ্রেসন, ফটোসেশন, এটিকেটস, সেলফ গ্রুমিং, মেডিটেশন, সেল্ফ কনফিডেন্ট সহ নানান বিষয়ের উপর ক্লাস নেয়া হয়।
আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় কৃষ্টি কালচার তুলে ধরতে ও দেশের ভাবমুর্তি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে প্রতিযোগীদের প্রস্তুত করতে। মিডিয়ার বহুমুখী কর্মকান্ডে নতুন ও প্রতিভাবান শিল্পির চাহিদাও বাড়ছে সমান তালে। তাই এরকম প্লাটফর্মের মাধ্যমে সেই চাহিদা পুরন করা যায় সহজে।
পেজেন্ট ডিরেক্টর আফসানা হেলালি জোনাকী জানান,আমাদের দেশের বিবাহিত মেয়েরা তাদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে পারেনা সামাজিক ও পারিবারিক নানান টানাপড়েনে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেসব নারী নিজেদেরকে তুলে ধরতে পারেন এবং দেশকে উপস্থাপন করতে পারেন আর্ন্তজাতিক অঙ্গনে।
ইতিপূর্বে র্উবি ইসলাম বাংলাদশের হয়ে অংশগ্রহন করেছেন মিসেস ইউনিভার্স এর ৪২ তম আসরে সুদুর চীনে। ফাইনাল রাউন্ডে বিচারক মন্ডলীর দ্বায়িত্ব পালন করেন প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মোস্তফা,অভিনেতা মীর সাব্বির, মডেল ও অভিনেতা মনির খান শিমুল, বিউটি এক্সপার্ট আফরোজা পারভিন, মডেল ও অভিনয় শিল্পী আসমা পাঠান রুম্পা, নৃত্য পরিচালক দীপা খন্দকার, মুঞ্জারিন অবনি, সংগীত শিল্পী মেহরীন, ও চীফ পেট্রন, নারী উদোক্তা ও সংগঠক সিমা হামিদ।
ইতিমধ্যে আমরা সফলতার সাথে মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ মিসেস গ্লোব, মিসেস ট্যুরিজম,ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি আয়োজন করেছি।
প্রধান অতিথি ও ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন এর সভানেত্রী সিমা হামিদ বলেন,শুধু পুরুষের পাশাপাশি নয় সফলতায় নারীরা পুরুষের চাইতেও এগিয়ে আছে অনেক ক্ষেত্রে। বর্তমান সময়ে নারীরা অনেক বেশি চ্যালেঞ্জিং।
তাই সর্বক্ষেত্রে নারীদের আরো বেশী এগিয়ে আসতে হবে এবং দেশের গন্ডি পেড়িয়ে বিশ্বজয় করতে হবে। এরকম একটি প্ল্যাটফর্ম নারীদের অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। সেই লক্ষ্যে এমন আয়োজনের বিকল্প নেই।
মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর টাইটেল স্পন্সর বি বি বি (বিডি বাজেট বিউটি), এবং সহযোগী আয়োজক ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন।