শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

নায়ক রাজ রাজ্জাকের জন্মদিনে বিভিন্ন আয়োজন

নায়ক রাজ রাজ্জাকের জন্মদিনে বিভিন্ন আয়োজন

বিনোদন প্রতিবেদক : কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ সোমবার। বেঁচে থাকলে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই নায়ক আজ ৮১ বছরে পা রাখতেন। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি রাজ্জাক কলকাতায় জন্ম গ্রহণ করেন। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি ঢাকায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। নায়ক রাজের জন্মদিনে যথারীতি তার পারিবারিক উদ্যোগে দিনটিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়ে থাকে। রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট জানান, বছরের এই বিশেষ দিনটিতে তিনি রাজধানীর বনানী কবরস্থানে যান ফজরের নামাজের পরপরই। সেখানে গিয়ে বাবার কবরের পাশে কিছুটা সময় কাটান এবং দোয়া দরূদ পাঠ করেন। আজ বাদ যোহর আজাদ মসজিদেও নায়ক রাজের কিছু প্রিয় মানুষদের খাওয়ানো হবে। বাদ আছর বাসায় পারিবারিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। খালিদ হোসেন সম্রাট বলেন, সত্যি বলতে কী আব্বা চলে গেছেন পাঁচ বছর হলো। কিন্তু সারাদেশের মানুষ আব্বাকে এখনো এত ভালোবাসেন, শ্রদ্ধা ভরে স্মরণ করেন তা চলতে গিয়ে আমি অনুভব করি, প্রমাণও পাই। অনেকের সঙ্গে দেখা হলে আব্বাকে নিয়ে গল্প করেন। তার সন্তান হিসেবে আমি গর্ববোধ করি। আর আজকের দিনটিতে অর্থাৎ তার জন্মদিনে তাকে বিশেষভাবে মনে করেন, বিশেষত যারা তাকে মন থেকে অনেক ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। আব্বার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পারিবারিকভাবে আজ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।আর আজ রাতে পরিবারের কাছের মানুষদের সঙ্গে দেখা হবে, যেখানে আব্বাকে নিয়েই আসলে গল্প আড্ডা হয়ে থাকে। সবার কাছে আব্বার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার আব্বাকে বেহেস্ত নসীব করেন।

এদিকে রাজ্জাকের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার চ্যানেল আইতে প্রচার হয়েছে রাজ্জাক অভিনীত সিনেমা ‘বড় ভালো লোক ছিল’। আজ সোমবার প্রচার হবে তার অভিনীত সিনেমা ‘অভিযান’। এদিন বেলা ১২টা ৫ মিনিটে থাকবে রাজ্জাককে নিয়ে ববিতার স্মৃতিকথা ‘অন্তরঙ্গ ববিতা’। ১২টা ৩০ মিনিটে ‘তারকা কথন’-এ নায়করাজ রাজ্জাকের স্মৃতিচারণ করবেন সৈয়দ হাসান ইমাম ও রাজ্জাক তনয় সম্রাট। ১৯৬৪ সালে কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গার সময় ঢাকায় চলে আসেন নায়ক রাজ পরিবার নিয়ে। জহির রায়হান  পরিচালিত ‘বেহুলা’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে তার অভিষেক হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com