এফ এম সিফাত হাসান-শেরপুর প্রতিনিধি : মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের পীর সাহেবের শেরপুরে শুভ আগমন উপলক্ষে বার্ষিক ইওসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গেল বৃহস্পতিবার পাকুড়িয়া খামার পাড়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের হযরত শাহ্ সূফি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের প্রধান খলিফা ও মাহমুদা খাতুন কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল আলহাজ্ব হযরত মাওলানা ড.মুফতি মোঃ বদিউল আলম সরকার।
এছাড়াও মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের ছোট সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু বকর মোঃ হেদায়েত উল্লাহ খন্দকার, বিশেষ আলোচক হিসেবে আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মহসিন কবীর ইউসুফী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা ড. মাসুম বাকী বিল্লাহ আল কাদেরী উপস্থিত ছিলেন।

বক্তারা, প্রত্যেকে কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার করার জন্য নির্দেশনা দান করেন। সেই সাথে হিংসা,রিয়া,পখর,অহংকার, গীবত ও যুব সমাজকে মদ জুয়া সহ সকল প্রকার বেহায়াপনা থেকে দূরে থেকে নবীজির (সাঃ) আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার জন্য বলেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী , বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখার আহব্বায়ক মনির উদ্দিন আহম্মেদ, প্রিয় অতিথি হিসেবে শেরপুর জেলা আইনজীবি সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন আকন্দ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, এস এ টিভির শেরপুর জেলা প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল, পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী,পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের খলিফা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাস্টার, আলহাজ্ব আমির হোসেন মাস্টার,মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের মোবাল্লিগ কামাল হোসেন,রফিক হোসেন,শেরপুর জেলা জাকের পার্টির সভাপতি গোলাম কিবরিয়া খাজা শ্যামল,নকলা মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের পরিচালক আরিফুর রহমান আরিফ,আশেক ই মাওলা মুরাদ, শাহ মোহাম্মদ গোলাম কিবরিয়া সুম্মান, এফ এম সিফাত হাসান সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দুনিয়া ও আখেরাতে মুক্তি, দেশ জাতির ও কল্যাণে বিশেষ দোয়া, আখেরী মোনাজাত ও তালিম তায়াজ্জু পরিচালনা করেন মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের প্রধান খলিফা আলহাজ্ব হযরত মাওলানা ড.মুফতি মোঃ বদিউল আলম সরকার।