নজিরবিহীন অর্থনৈতিক সংকটে দিন পার করছে পাকিস্তান। দেশটিতে ক্রমশ কমে আসছে রিজার্ভ। মুদ্রাস্ফীতির কবলে দেশটির বিভিন্ন পণ্যের দাম আকাশ ছোঁয়া। এরই মধ্যে শঙ্কার কথা জানালো আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিচ। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপিতে পরিণত হওয়ার ‘উচ্চ ঝুঁকিতে’ পড়েছে পাকিস্তান।
তবে পাকিস্তানের গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো বিদেশি মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। তবের ফিচের এই মূল্যায়ন পাকিস্তানকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।
ফিচ গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের দীর্ঘমেয়াদী বৈদেশিক মুদ্রা ইস্যুকারী ডিফল্ট রেটিং ‘সিসিসি প্লাস’ থেকে কমিয়ে ‘সিসিসি মাইনাস’ করে দিয়েছে। এর অর্থ হচ্ছে পাকিস্তান উচ্চমাত্রায় খেলাপির ঝুঁকিতে আছে।