রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃস্টান সকল জাতি ধর্ম-বর্ণ এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ধর্মীয় সম্প্রীতি অনন্য দৃষ্টান্তের এই দেশ ধর্মীয় নিরপক্ষতা বজায় রেখে সকলে সমান অধিকার নিয়ে এক গ্রামে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করছি।’
আজ শুক্রবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জের শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম পেড়ালবাড়ী সমিতির ডাঙ্গায় রায় ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৮তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে ক্ষত্রিয় মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন। এরআগে, মন্ত্রী বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শ্রী গোঁরাচাদ অধিকারী মহাসম্মেলনের উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির এই দেশে ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’