শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ অপরাহ্ন

দুদকের মামলায় ক্যাসিনো সেলিমের ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় ক্যাসিনো সেলিমের ৮ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে পৃথক দুই ধারায় ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ রোববার ঢাকা বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১১ লাখ টাকা জরিমানা, যা অনাদায়ে আরও ৭ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও আরেক ধারায় অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের ঘোষণার আদেশ দেন। রায় ঘোষণার সময় কারাগার থেকে সেলিম প্রধানকে আদালতে হাজির করা হয়। এসময় তার স্ত্রীও আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলাটিতে ৩৯ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com