কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন এর বেশ কয়েকটি এলাকা মাদকের জোয়ারে ভাসছে, এলাকা সুএে জানা যায় চারুলিয়া গ্রামের মনি প্রমানিক এর ছেলে চিহ্নিত মাদক সম্রাট শিমুল (৩৬), তালবাড়ীয়া ঘাট এলাকার দিনু মালিথার ছেলে ভোটো( ৪৭), রিয়াজ ব্যপারীর ছেলে ইউনুস (৪০) , শহিদুল, ও রবি উক্ত ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে সুকৌশলে পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে মাদক দ্রবের মধ্যে রয়েছে ইয়াবা, টেপেন্টা, গাজা ও তারি। পচা খেজুর ও তালের রসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে তৈরি করে এক ধরনের মাদকদ্রব্য, তালিকা ভুক্ত মাদক এর চায়তে কোন অংশে কম নয়? এই ব্যবসা তারা সারা বছর করে থাকে।সারাদিন সহ সন্ধ্যা সময় উক্ত ব্যক্তি দের বাড়ির সীমানায় যুবক তরুন দের ভীর নৃত্য নৈমিত্তিক ব্যপার।
এ ধরনের মাদকদ্রব্য পান করে এলাকায় ইভটিজিং, চুরি,ছিন্তাই অপরাধ কর্মকান্ড আশঙ্কা জনক হারে বৃদ্ধি পেয়েছে।
অতএব সংশ্লিষ্ট কৃতিপখের বিষয়টি জরুরি ভাবে নজর দেওয়া উচিত বলে এলাকার সুধী মহল মনে করছে।