শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ

চট্টগ্রাম নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ

নিজস্ব  প্রতিবেদক:

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। এ অবস্থায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়ে বেকায়দায় পড়েছেন অভিভাবকরা। ইতোমধ্যে কোনো কোনো বেসরকারি স্কুল বন্ধও ঘোষণা করা হয়েছে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com