লেখিকা: শারমিন আক্তার সেঁজুতি
সঙ্গী বিহীন হাসি তুমি কতক্ষণ হাসবে দিন শেষে তোমার একাকিত্ব লাগবেই।
খুব কষ্ট হবে তখন তোমার, পারবেনা আর সামলাতে নিজেকে তখন।
তুমি অন্যের সাথে হেসে যাও, অনেক আনন্দে সময় পাড় করো,
এই আনন্দ একদিন মনে থাকবে না যখন চারদিকে কষ্ট ভীড় করবে তোমার।
সুখ কি জিনিস তুমি ভুলে যাবে,
অন্যকে কাঁদানোর চোখের জলের হিসাব,
একদিন তোমার চোখের জল হয়ে নামবে।
হয়তো তুমি এখন আনন্দ পাচ্ছো,
একদিন আনন্দ সুখ সব বিলীন হয়ে যাবে।
যতটা নীরব আমি হয়েছি, ঠিক ততটা নীরব তুমিও হবে,
দিন শেষে তুমি মিলিয়ে নিও।
স্বার্থপর বেইমানে শেষ পরিণতিটা কেমন হয়ে ছিল!
তখন হয়তো তুমি বুঝতে পারবে,
কতটা বেইমান স্বার্থপর অহংকারী তুমি ছিলে।
আমার সাথে ব্যবহার করেছো নিষ্ঠুর এর মত করে।