লেখিকা: শারমিন আক্তার সেঁজুতি
বিশাল পদ্মা বিচ্ছিন্ন করেছে শত সম্পর্ক অথৈই অতলে তলিয়াছে সহস্র স্বপ্নও পদ্মা পাড়ে দাড়িয়ে করেছে কত আর্তনাদ হারিয়েছে যারা স্বজন- প্রীতি আপনজন।
আজ তাদের জীবনে এসেছে সুখের প্লাবন যার কারণে হয়েছে এ পদ্মা সেতু স্থাপন,
সে হলো জননেত্রী শেখ হাসিনা তোমার তুলনার ভাষা নাই জানা।
দক্ষিণ অন্ঞলের জনগণের কষ্ট হয়েছে বিলীন যখন বলেছো পদ্মার উপরে করবে তুমি সেতু তৈরি-
আজ সেই স্বপ্ন পূরণের তাগিদে বিজয়তা এনেছো ছিনিয়ে।।
হাজারও মানুষের কষ্টের কথা চিন্তা করে মুখ উজ্জ্বল করতে রয়েছো তাদের পাশে দাড়িয়ে।
তোমার প্রতি রইলো শ্রদ্ধা ভালোবাসা অবিরত তুমিই দিয়েছো অসম্ভব কিছু স্বপ্নের পদ্মাসেতু।
আমার টাকাই আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু।