অনলাইন ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল অভিযানের ক্ষেত্রে বেসামরিক হতাহতের ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘একেবারে অগ্রহণযোগ্য’ হবে মন্তব্য করে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর: আনাদোলু এজেন্সি।
শুক্রবার (১৩ অক্টোবর) কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস)’র প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বক্তৃতাকালে ভ্লাদিমির পুতিন বলেন, আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার সব পক্ষের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্যাপার এবং এর পরিণতিও হবে ভয়াবহ।
ফিলিস্তিন-ইসরায়েলের বর্তমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, বর্তমান উত্তেজনার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যর্থ নীতির প্রত্যক্ষ ফলাফল। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বন্দোবস্তকে একচেটিয়া করার চেষ্টা করেছিলো, কিন্তু সমঝোতা খোঁজার বিষয়ে উদ্বিগ্ন ছিল না এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক স্বার্থকে বিবেচনায় নেয়নি তারা।
ফিলিস্তিন-ইসরায়েল সমঝোতায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার জন্য রাশিয়ার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।