শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউসটন এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। বুধবার এ ঘটনা ঘটেছে। দেশটির একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। সিএনএনের বরাতে রয়টার্স খবরটি প্রকাশ করে। দ্য সান সাময়িকীর বরাতে রয়টার্স জানিয়েছে, লিউসটন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজখবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন। মেইন অঙ্গরাজ্যের পুলিশ ও কাউন্টি শেরিফ এর আগে এদিন রাতে একজন বন্দুকধারীর সক্রিয় অবস্থানের কথা জানিয়েছিলেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

অ্যানড্রোসকগিন কাউন্টির শেরিফের কার্যালয় সন্দেহভাজন দুজন হামলাকারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। কাউন্টির শেরিফ হামলাকারীকে শনাক্ত করতে জনগণের সহায়তা চেয়েছেন। ছবিতে দেখা গেছে, ওই হামলাকারী ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। রাইফেল হাতে গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com