শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন

অভিনেত্রীকে নিজের বোন বললেন অপু বিশ্বাস

অভিনেত্রীকে নিজের বোন বললেন অপু বিশ্বাস

অনলাইন  ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বেশ সক্ষতা গড়ে উঠেছে পরীমণির। পাশাপাশি আছেন নায়িকা তমা মির্জাও। কিছুদিন পরপরই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একসঙ্গে তাদের ছবি বা ভিডিও। এবার সেই কাতারে যুক্ত হলেন পূজা চেরিও। সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে অপু বলেন, পরী মেজ, তমা সেজ ও পূজা চেরি আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর।

অপু আরও বলেন, আমরা একে অপরের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি। ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় বিধায় সম্পর্কটাও সুন্দর আছে। পাশে থাকা পূজা চেরি বলেন, আমি অপু দিদিরি ছোট বোন। আমরা প্রথম বারের মতো একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছি।

পূজা চেরি সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘নূরজাহান’ সিনেমায় পূজা যা অভিনয় করেছে, তা হয়তো আমিও করতে পারতাম না। একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে আমি পূজা চেরির কথাই বলব।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com