শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ অপরাহ্ন

শেরপুরে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ প্রশিক্ষন ও কৃষি উপকরণ বিতরন

শেরপুরে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ প্রশিক্ষন ও কৃষি উপকরণ বিতরন

 

এফ এম সিফাত হাসান শেরপুর প্রতিনিধি:

১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে ১০ জন দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের মাঝে বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ প্রশিক্ষন ও কৃষি উপকরণ বিতরন করা হয়েছে। শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির সার্বিক সহায়তা প্রদান করেন নাগরিক প্লাটফর্ম নাগরিক উদ্যোগ।

আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাসের পরিকল্পনা ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান সবুজ, উপসহকারী কৃষি কর্মকর্তা মনি জামান ও প্রকল্প সমন্বয়কারী বাবু বিদ্বান বিশ্বাস।

বক্তারা অসচ্ছল নারীদের আর্থসামাজিক উন্নয়নে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের ওপর প্রশিক্ষন ও উৎসাহ প্রদান করেন এবং প্রশিক্ষনে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকারিতা সম্পর্কে সকল কে উৎসাহ প্রদান করেন। এবং অনুষ্ঠান শেষে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com