এফ এফ সিফাত হাসান,শেরপুর প্রতিনিধি:
ইনষ্টিউট ফর এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট(আইইডি)র সহায়তায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম আইপি এইচ আরডির ষান্মাসিক সভা শেরপুর শহরস্ত সাতানীপাড়ায় অবস্থিত আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এ্যাকপেইসের শেরপুর জেলার সাবেক সমন্বয়ক আঃ বাছেদ চৌধুরি,প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলার সমন্বয়ক সোলায়মান আহাম্মেদ, বিশেষ অতিথি ছিলেন শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস, এইচ আরডির আহবায়ক বিদ্বান বিশ্বাস ও সঞ্চালনা করেন এইচ আরডি সদস্য তুষ্টি বিশ্বাস।
বক্তারা সবাই বিকৃত তথ্যের বিরদ্ধে সচেতনতা এবং রোধের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।