গাজী রুবেল, কুমিল্লা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া
নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক বলেন, আওয়ামী পরিবারে আমার জন্ম। আমি প্রায় ৪০ বছর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্র জীবনে ঢাকাসহ দেশের বিভিন্ন সময় রাজপথে এই দলের জন্য আমার রক্ত ঝরেছে। তার দায়বদ্ধতা থেকে আমিও মানুষের সেবা করছি। যতটুকু সম্বল আছে, ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়াচ্ছি। দলি যদি আমাকে মনোনীত করেন তাহলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোসহ রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করবো। যার মধ্য দিয়ে দুই উপজেলার বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, পুলিশ নির্যাতন সইতে হয়েছে যখন নেত্রীর মুক্তি আন্দোলনের পেশাজীবী সমন্বয়ে পরিষদের যুগ্ম মহাসচিব হিসেবে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলাম। আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছি। আমি কেন্দ্রীয় যুবলীগের কমিটি এবং ওমর ফারুক চৌধুরী আমি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে ছিলাম। আমি গত তিনটি নির্বাচনীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছি। এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ মানুষের পাশে ছিলাম। নবম দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত তিনটি টার্মে কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।