শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তুরস্কে সুগন্ধি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ আ.লীগের বিষয়ে সবার স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি: শফিকুল আলম দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি, অভিযোগ তারেকের দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : প্রধান উপদেষ্টা ইরান শান্তি চায়, কিন্তু চাপে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ নতুন কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল সত্তর বছরে বাবা হলেন অভিনেতা কেলসি গ্রামার
আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোহাম্মদ আলী খান চৌধুরী

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোহাম্মদ আলী খান চৌধুরী

গাজী রুবেল, কুমিল্লা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও পেশাজীবী সমন্বয় পরিষদ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা-সচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক।মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালোনীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে সোমবার দুপুরে মনোয়নপত্র কিনেন মানিক। জানা যায়, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য রয়েছে। তিনি লেখক কবি এবং সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা-৫ আসন শূন্য হওয়ার পর কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এতভোকেট আবুল হাশেম খান সংসদ সদস্য হন।

নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক বলেন, আওয়ামী পরিবারে আমার জন্ম। আমি প্রায় ৪০ বছর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্র জীবনে ঢাকাসহ দেশের বিভিন্ন সময় রাজপথে এই দলের জন্য আমার রক্ত ঝরেছে। তার দায়বদ্ধতা থেকে আমিও মানুষের সেবা করছি। যতটুকু সম্বল আছে, ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়াচ্ছি। দলি যদি আমাকে মনোনীত করেন তাহলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোসহ রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করবো। যার মধ্য দিয়ে দুই উপজেলার বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, পুলিশ নির্যাতন সইতে হয়েছে যখন নেত্রীর মুক্তি আন্দোলনের পেশাজীবী সমন্বয়ে পরিষদের যুগ্ম মহাসচিব হিসেবে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলাম। আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছি। আমি কেন্দ্রীয় যুবলীগের কমিটি এবং ওমর ফারুক চৌধুরী আমি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে ছিলাম। আমি গত তিনটি নির্বাচনীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছি। এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ মানুষের পাশে ছিলাম। নবম দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত তিনটি টার্মে কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com