সারাদেশ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর ‘নিরাপদ বিদ্যুৎ ব্যবহার’ সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত

By mati rahman

January 27, 2024

 জাহিদ হোসেন:  ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ আব্দুল্লাহপুর জোনাল অফিস কর্তৃক কেরানীগঞ্জ পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত এক গন শুনানি অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে আব্দুল্লাহপুর জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক মোহাম্মদ মেহেদী হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর ডিজিএম জনাব প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে স্বাগত জানিয়ে বিদ্যুতের কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। তিনি সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট প্রিপেইড মিটার, অনলাইন আবেদন সহ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের নানান দিক তুলে ধরেন।

নতুন সংযোগের জন্য গ্রাহককে সরাসরি আবেদন করতে বলেন। বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করার পরামর্শ দেন। নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহারের জন্য বৈদ্যুতিক লাইনের পাশে নিয়ম মেনে নির্ধারিত দূরত্ব রেখে গাছপালা লাগানো ও স্থাপনা নির্মাণের পরামর্শ দেন। যেকোনো সমস্যায় সরাসরি অফিসের ফোন নাম্বার অথবা অফিসে আসার জন্য অনুরোধ করেন। সভাপতি তার বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন,বিগত দিনের তুলনায় বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা খুবই ভালো।ভবিষ্যতে যেন এরকমের গণ শুননি অব্যাহত থাকে সে বিষয়ে অনুরোধ করেন। উক্ত গণ শুনানিতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সহকারী জুনিয়ার ইঞ্জিনিয়ার জনাব মোঃ আল-আমিন, বাজার কমিটির নেতৃবৃন্দ, আরদ্দার ও খরিদ্দার।