শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

ওরা এমনিতেই আমার কাছে আসে: মিষ্টি জান্নাত

ওরা এমনিতেই আমার কাছে আসে: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন তিনি। এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন। সম্প্রতি বিয়ের পাত্র নিয়ে কথা বলে ফের আলোচনায় এসেছেন তিনি। বিয়ের পাত্র হিসাবে দুবাইয়ের শেখদের কথা ভাবছেন মিষ্টি জান্নাত।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার বিয়ের পরিকল্পনা এবং অর্থ আয়ের প্রসঙ্গে। বিয়ে নিয়ে তার পরিকল্পনা নিয়ে বলেন, শাকিব খানকে বিয়ে করলে তো করা হয়ে যেতো। আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদও হতে পারতো। কারণ অনেক নায়কদের বিচ্ছেদে হয়ে যাচ্ছে। এজন্যই ভাবছি আগামী বছর বিয়ে করব।

অভিনেত্রী একটু হেসে জানান, আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করব। অন্যের স্বামী বয়ফ্রেন্ডদের টানাটানি করা লাগে না ওরা এমনিতেই আমার কাছে আসে। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com