মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

 সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করেছে। উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার সমন্বয় গঠিত বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে সংগঠনের পরিবার ও বিজয়নগর উপজেলা থেকে এস এস সি /সমমান ২০২৪ খ্রি. জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৭ জুলাই রবিবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার মির্জাপুর বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল মাঠে এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর উদ্যোগে সংগঠনের পরিবারের ৫ জন ও বিজয়নগর উপজেলা থেকে এস এস সি /সমমান ২০২৪ খ্রিঃ ৪৭ জন জিপিএ ৫ প্রাপ্তি শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুর রশিদ খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির বিজয়নগর উপজেলা শাখার সভাপতি এবিএম মোর্শেদ কামাল।

এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন, পূর্বাচল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান সোহাগ, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী নুরুল আমিন, ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমরান খান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিজয়নগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুল্লাহ সরকার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম আসলাম ও আবু হানিফ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহারুল হক, চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল এর প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, আবু হানিফ, মো. আজহারুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলাল উদ্দিন, মো. মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক শাহনেওয়াজ শাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মহি উদ্দিন রুবেল, সহ-সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, সাইমন মিয়া, আব্দুল হামিদ, বাছির মেম্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com