শনিবার, ২১ Jun ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিসিসি ট্যুরিস্ট ভিসা চালু করা হবে শীঘ্রই সখীপুরে বিষপানে যুবকের মৃত্যু সখীপুরে বিএনপি নেতার বসতভিটা ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন এমপি পদপ্রার্থী হিসেবে আলোচনায় যারা রাজনৈতিক শিষ্টাচারের রোষানলে যশোর -৪ বৃষ্টি হলেই পানি পড়ে ঘরে, না ঘুমিয়ে বসে থাকেন আমেনা খাতুন পল্টনে মাদক কারবারিদের গুলিতে ডিবির দুই সদস্য আহত ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯, আহত ১৩২০ আওয়ামী ঘনিষ্ঠদের তালিকায় থাকা ডা. লিপিকা ভদ্র এখনও দায়িত্বে বহাল-কেরুতে অস্থিরতা তৈরির অভিযোগ এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে খাগড়াছড়িতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু ঢাকায় ভিসা কার্যক্রম ফের চালু করায় অস্ট্রেলিয়াকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার

হাত দিয়ে গোল করে লালকার্ড পেলেন নেইমার

ব্রাজিলিয়ান লিগে রবিবার (১ জুন) বোতাফোগোর বিপক্ষে ম্যাচে ফের আলোচনায় নেইমার। ইনজুরি নয়, এবার বিতর্কের কেন্দ্রে তিনি ‘হাত দিয়ে গোল’ করে। সেই গোলের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন সান্তোস ফরোয়ার্ড। সান্তোসের হয়ে শুরু থেকেই মাঠে নামেন নেইমার। তবে খুব একটা ছন্দে ছিলেন না তিনি। ম্যাচের প্রথমার্ধেই একটি ফাউলের জন্য প্রথম হলুদ কার্ড পান। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তেজনা বাড়ে।

৭৬তম মিনিটে গোল করেন নেইমার। প্রথমে রেফারি গোল মেনে নিলেও প্রতিপক্ষ খেলোয়াড়দের অভিযোগে সিদ্ধান্ত পাল্টান। বোতাফোগোর খেলোয়াড়রা দাবি করেন, নেইমার বলটি হাত দিয়ে জালে পাঠিয়েছেন। পরে রিপ্লে দেখেও তা নিশ্চিত হওয়া যায়। ফলে নেইমারকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড, যা লাল কার্ডে পরিণত হয়। মাঠ ছাড়তে বাধ্য হন সান্তোস তারকা।

১০ জনের দলে পরিণত হওয়া সান্তোস এরপর চাপে পড়ে যায়। ৮৬তম মিনিটে গোল করে এগিয়ে যায় বোতাফোগো আর সেই ব্যবধানেই ম্যাচ শেষ হয় ১-০ তে। এই হারের ফলে পয়েন্ট তালিকায় আরো পিছিয়ে পড়ে সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে তারা অর্থাৎ রেলিগেশন জোনে। অন্যদিকে বোতাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com