রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কায়েম ভারতে অবস্থান বিষয়ে হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে: জাহিদ হোসেন আরব আমিরাতে ১২ বছরের বিচ্ছেদের পরে মা ছেলেকে একত্রিত করলো শারজাহ্ পুলিশ বছরের শুরুতে বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা ভোটের জন্য নিবন্ধন করলো ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৭ জন দগ্ধ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি চিকিৎসকদের উপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েরা

ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ নারী ফুটবল দল লিখে দিল নতুন ইতিহাস। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে ঋতুপর্ণা-আফঈদারা। এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে নিজেদের কাজটা দারুণভাবে সেরে রেখেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই তারা হারিয়েছে দুই শক্তিশালী প্রতিপক্ষ—ফিফা র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে, আর ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মায়ানমারকে ২-০ গোলে।

তবে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে জায়গা পেতে অপেক্ষা ছিল আরেকটি ফলের—তুর্কমেনিস্তান বনাম বাহরাইন ম্যাচে ড্র। সেই নাটকীয়তাও শেষে দেখা গেল। ২-২ গোলে শেষ হলো ম্যাচটি। আর তাতেই ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে এশিয়ান কাপ নিশ্চিত করল বাংলাদেশ।

এই অর্জন শুধু পরিসংখ্যান নয়, আত্মবিশ্বাসের দিক থেকেও একটি বিপ্লব। কারণ, এর আগে দুইবার (২০১৪ ও ২০২২) বাছাইপর্বে খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার যেন সুদে-আসলে সব হিসাব মিটিয়ে নিল তারা।

মায়ানমারের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের দুই গোলই এসেছে ঋতুপর্ণা চাকমার পা থেকে। তার জোড়া গোলেই স্তব্ধ হয়ে গেছে স্বাগতিক গ্যালারি।

উল্লেখ্য, মায়ানমারের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। আগের দেখায়, ২০১৮ অলিম্পিক বাছাইয়ে মায়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল লাল-সবুজরা।

এবার সেই অতীত ভুলিয়ে দিয়ে বাংলার মেয়েরা দেখিয়ে দিল—তারা শুধু লড়াই করতেই মাঠে নামে না, ইতিহাস গড়তেও জানে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com