রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কায়েম ভারতে অবস্থান বিষয়ে হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে: জাহিদ হোসেন আরব আমিরাতে ১২ বছরের বিচ্ছেদের পরে মা ছেলেকে একত্রিত করলো শারজাহ্ পুলিশ বছরের শুরুতে বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা ভোটের জন্য নিবন্ধন করলো ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৭ জন দগ্ধ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি চিকিৎসকদের উপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
মেসিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে মায়ামি

মেসিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে মায়ামি

চোটের কারণে লিওনেল মেসি স্কোয়াডে না থাকলেও অব্যাহত ইন্টার মায়ামির জয়ের চাকা। মেসির অনুপস্থিতি থাকলেও ‘ঘনিষ্ঠ বন্ধু’ লুইস সুয়ারেজ আর ‘দেহরক্ষী’ রদ্রিগো দি পলের দারুণ পারফরম্যান্সে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির দল।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের চূড়ান্ত ম্যাচে পুমাসের বিপক্ষে খেলতে নামে মায়ামি। ম্যাচে চোখজুড়ানো ‘পানেনকা’ শটে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন সুয়ারেজ।

প্রথমার্ধের শেষ মিনিটে যখন মায়ামি ১ গোলে পিছিয়ে, তখন বাঁ প্রান্ত থেকে সুয়ারেজের পাস বুক দিয়ে নামিয়ে দারুণ প্লেসিং শটে গোল করে দলকে সমতায় ফেরান দি পল। চলতি বছরে এটা আর্জেন্টাইন মিডফিল্ডারের প্রথম গোল।

বাকি গোলটিও করেন আরেক আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। তার করা গোলের উৎসও ছিলেন সুয়ারেজ। আর পুমাসের পক্ষে গোল পান জর্জ রুভালকাবা।

এই জয়ের ফলে প্রথম মেজর লিগ সকার (এমএলএস) দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মায়ামি। ২টি জয় ও ১টি ড্রয়ে (টাইব্রেকারে জয়) ৮ পয়েন্ট তাদের। এমএলএস ও লিগা এমএক্সের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে।

উল্লেখ্য, গত শনিবার নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন মেসি। আজ গ্যালারিতে দর্শক সারিতে বসে নিজ দলের খেলা উপভোগ করেন এই মহাতারকা।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com