রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কায়েম ভারতে অবস্থান বিষয়ে হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে: জাহিদ হোসেন আরব আমিরাতে ১২ বছরের বিচ্ছেদের পরে মা ছেলেকে একত্রিত করলো শারজাহ্ পুলিশ বছরের শুরুতে বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা ভোটের জন্য নিবন্ধন করলো ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৭ জন দগ্ধ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি চিকিৎসকদের উপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
জোর করে অন্তরঙ্গ দৃশ্য, কেঁদে ফেলেন অভিনেত্রী

জোর করে অন্তরঙ্গ দৃশ্য, কেঁদে ফেলেন অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অভিনেত্রী মোহিনী। কাজ করেছেন অসংখ্য দক্ষিণী সিনেমা-ড্রামায়। কিন্তু ১৯৯৪ সালে তার ‘কানমানি’ নামের একটি ড্রামার শুটিংয়ের সময় তাকে অন্তরঙ্গ দৃশ্যে কাজ করার জন্য চাপ দেওয়া হয়। যার ফলে নিজেকে ধরে রাখতে না পেরে রীতিমতো কেঁদে দেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেছেন মোহিনী। ১৯৯৪ সালে ‘কানমানি’ ছবিতে তাকে জোরপূর্বক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল। কাঁদতে কাঁদতে অসম্মতি জানালেও কর্ণপাত করেননি কেউ। মোহিনী জানান, সেলভামণি পরিকল্পনা করেছিলেন একটি সাঁতারের পোশাকের দৃশ্যের।

এতে তিনি এতটাই অস্বস্তি বোধ করেছিলেন যে কান্নায় ভেঙে পড়েন; দৃশ্যটি করতে অস্বীকার করেন। তার কথায়, ‘আমি তখন সাঁতারই জানতাম না। আর আধা পোশাকে পুরুষ প্রশিক্ষকের সামনে শিখব কীভাবে? তখন নারী প্রশিক্ষক পাওয়া যেত না বললেই চলে। তাই ওই দৃশ্য কল্পনাই করতে পারিনি।
আমি বাধ্য হয়েই সেটি করেছি। এ ঘটনার পর কয়েক ঘণ্টা বন্ধ ছিল ছবির শুটিং। তবে প্রযোজনা যাতে আটকে না যায়, সে তাই তিনি দৃশ্যটি শেষ করেন। পরে যখন একই ধরনের দৃশ্যের শুটিং অনুমতি চাওয়া হয়, তখন তিনি দৃঢ়ভাবে না বলেন। তার ভাষায়, ‘আমি বলেছিলাম, এটা তোমাদের সমস্যা, আমার না।

যেমন আগে আমাকে জোর করে করিয়েছিলে, তেমনটা আর হবে না। দক্ষিণের জনপ্রিয় মুখ মোহিনী। স্ক্রিন শেয়ার করেছেন শিবাজি গণেশন, নন্দমুরি বালকৃষ্ণ, চিরঞ্জীবী, মোহনলাল, মামুত্তি, শিবরাজকুমার, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন, বিক্রম, সারথকুমারসহ অনেকের সঙ্গে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com