রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কায়েম ভারতে অবস্থান বিষয়ে হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে: জাহিদ হোসেন আরব আমিরাতে ১২ বছরের বিচ্ছেদের পরে মা ছেলেকে একত্রিত করলো শারজাহ্ পুলিশ বছরের শুরুতে বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা ভোটের জন্য নিবন্ধন করলো ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৭ জন দগ্ধ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি চিকিৎসকদের উপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
সাধারণ জীবনে ফিরে যেতে চাই, বললেন তাহসান

সাধারণ জীবনে ফিরে যেতে চাই, বললেন তাহসান

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান। অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আগেই। এবার গান থেকেও বিদায়ের ইঙ্গিত দিলেন তাহসান। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েই সংগীতজীবন থেকে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে তাহসান জানালেন, আগের মত সাধারণ একটা জীবনে ফিরে যেতে চান তিনি।

ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অস্ট্রেলিয়ায় সংগীত সফরে আছেন তাহসান। তার সঙ্গে হোয়াটস অ্যাপে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন, ‘অভিনয় তো আগেই ইতি টেনেছি। এবার গান। কণ্ঠনালির সমস্যার পর এখন ভালোর দিকে। তবে গান ছাড়ার সিদ্ধান্তটা একান্ত ব্যক্তিগত। বলতে চাই না।’

এরপরই তাহসান বলেন, ‘অস্ট্রেলিয়ায় ট্যুরটা ভালো ছিল। শেষ ট্যুরের বিদায়টা আবেগঘন ছিল। স্মরণীয় করে রাখতে চাই না। সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই।’

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান। আড়াই দশক স্মরণীয় সংগীতের মঞ্চ মাতিয়েছেন তিনি। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি। ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন, ‘এতদিন যাদের ভালো বাসায় সিক্ত ছিলাম তাদের প্রতি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা।’

৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি এবং ২০ সেপ্টেম্বর মেলবোর্নে গান শোনান তাহসান। ২৭ সেপ্টেম্বর গাইবেন পার্থে।

গতকাল কনসার্টের ফাঁকে তাহসান বলেন, ‘অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে, এটা আমার লাস্ট কনসার্ট। আসলে লাস্ট কনসার্ট নয়, লাস্ট ট্যুর। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়ত ইতি টানব। ইটস ন্যাচারাল।’

এরপর মজা করেই তাহসান বলেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে। এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—‘দূরে তুমি দাঁড়িয়ে‘—দেখতে কেমন লাগে।’

তিনি বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর হয়তো আসা হবে না মেলবোর্ন। বাট, আই উইল মিস ইউ।’

এদিকে চলতি বছর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাহসান।

বাংলা রক গানে জোয়ার এনেছিল ব্যান্ড ‘ব্ল্যাক’। ১৯৯৮ সালে তিন বন্ধু জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এ ব্যান্ডের। পরে এই ব্যান্ডে যোগ দেন তাহসান ও মিরাজ। অর্থাৎ ১৯৯৮ সালে ব্যান্ড ব্ল্যাক দিয়ে সংগীতে যাত্রা শুরু করেছিলেন তাহসান। ২০০২ সালে বাজারে আসে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’। অ্যালবামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com