শংকর দাস পবন,ঝালকাঠি: ঘোর আঁধার পথ দেখাবে আগুনের নিশান, এই পতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হলো উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ অবদান রাখায় কর্মীদের মাঝে সনদ বিতরন করা হয় এ অনুষ্ঠানে।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে ঝালকাঠি সরকারি কলেজ রোর্ডস্ত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঝালকাঠি উদীচী শিল্পী গোষ্ঠী ঝালকাঠি জেলা শাখা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আল- আমিন বাকলাই।বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠীর ঝালকাঠি জেলা শাখার সাংস্কৃতিক সংগঠক উত্তম দে,প্রশান্ত দাস হরি,শংকর দাস পবন,শুভ ব্যাপারী,সুলেখা মন্ডল, শফিকুল ইসলাম সুফি সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম সাঈদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন বীথি শর্মা বণিক।অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও যাদু প্রদর্শন করা হয়।
Leave a Reply