রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কায়েম ভারতে অবস্থান বিষয়ে হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে: জাহিদ হোসেন আরব আমিরাতে ১২ বছরের বিচ্ছেদের পরে মা ছেলেকে একত্রিত করলো শারজাহ্ পুলিশ বছরের শুরুতে বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা ভোটের জন্য নিবন্ধন করলো ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৭ জন দগ্ধ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি চিকিৎসকদের উপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকট অন্তর্বর্তী সরকারই তৈরি করেছে। জাতির সঙ্গে মিথ্যা বলে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটি কখনো সম্ভব নয়, কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আজও ষড়যন্ত্রে লিপ্ত। যারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল, জাতি তাদের ভুলে যায়নি।

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না। আমাদের ৩১ দফার মধ্যে সংস্কারের সব দিক স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরাই প্রকৃত সংস্কারের পক্ষে। গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) হবে কি না সে সিদ্ধান্ত পরবর্তী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না—এমন বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।এ সময় তিনি বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।

শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা ভারত সরকারকে আহ্বান জানাই, তাকে ফিরিয়ে দিন, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com