শংকর দাস পবন, ঝালকাঠি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকাঠিতে শুরু হয়েছে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় ঝালকাঠি পৌর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক জনাব কাওছার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির,আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ ক্রীড়া অনুরাগী ব্যাক্তি বর্গ।
ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত চারটি উপজেলার মোট ১২টি কলেজ এ টুর্নামেন্টে অংশ নিবেন।আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে বলে জানান,ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
Leave a Reply