মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সিরাজুল ইসলাম সজল ,বরিশাল ব্যুরো:
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা কার্যনির্বাহী ১১টি পদের ১০ টিতে বিনাপ্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হলে শুধু সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন করা হয়।
তফশিল ঘোষনার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচন বয়কট করে। বিনাপ্রতিদ্ধন্দিতায় সকল পদে জয়লাভ করলেও আওয়ামী আইনজীবী পরিষদের ৭জন সদস্য সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ক্রয় করে।
চুরান্ত পর্যায়ে ৫জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ালেও মোহাম্মদ মোশারেফ হোসেন হাওলাদার ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মোল্লা (খোকন) সাধারণ সম্পাদক পদে চুরান্ত লড়াইয়ে অংশ নেয়।
২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে। এ নির্বাচনে ১৫৪ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটার তাদের নিজ নিজ ভোট প্রদান করেছেন।
বিকাল ৩ টায় ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন সমিতির সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান মনু। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সিনিয়র আইনজীবী মীর রফিকুল ইসলাম আজম।
ঘোষিত ফলাফলে ৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোশারেফ হোসেন হাওলাদার নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মোল্লা (খোকন) ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
বিনাপ্রতিদ্ধন্দিতায় ১০টি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি পদে পিপি এড.আব্দুল মান্নান রসুল, সহসভাপতি মুনসী আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বনি আমিন বাকলাই, শ্রী কার্তিক চন্দ্র দত্ত ও মোহাম্মদ আল আমিন ফরাজী।
এছাড়া সম্পাদক ভিজিল্যান্স পদে মোহাম্মদ মনজুর হোসেন, সম্পাদক লাইব্রেরী সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভর্তি মুহাম্মদ জাকারিয়া রহমান (জিহাদ), নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল জলিল এবং মোহাম্মদ আবদুল আলিম।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com