শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

দাম বেঁধে দেওয়া দেশগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি করবে না রাশিয়া

দাম বেঁধে দেওয়া দেশগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি করবে না রাশিয়া

মূল্য বেঁধে দেওয়া দেশ ও প্রতিষ্ঠানগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি করবে না রাশিয়া। গতকাল মঙ্গলবার এ বিষয়ক নতুন একটি ডিক্রি জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এপি ও আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিক্রিতে বলা হয়, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাস বহাল থাকবে এই নিষেধাজ্ঞা। একমাত্র প্রেসিডেন্ট পুতিন বিশেষভাবে নির্দেশ দিলেই নিষিদ্ধের তালিকায় থাকাদের মধ্যে বিপদগ্রস্ত দেশকে জ্বালানি সরবরাহ করা হবে।

এর আগে সাত বৃহত্তম অর্থনৈতিক দেশের জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া রাশিয়ার সমুদ্রবাহিত তেলের দাম প্রতি ব্যারেল সর্বোচ্চ ৬০ ডলার নির্ধারণ করে দেয়। তারা জানায়, যেসব কোম্পানি বা দেশ ৬০ ডলারের বেশি দিয়ে তেল কিনবে তারা এসব জোটভুক্ত দেশগুলোর ইনস্যুরেন্স ও পরিবহণসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে না। চলতি বছরের ৫ ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com