শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

শাহিন চৌধুরী: সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’-এ প্রতিপাদ্য নিয়ে শনিবার(২ মার্চ) উপজেলার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় কেরানীগঞ্জ নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আবু রিয়াদ।

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা তাইবুর রহমান ও সহকারী প্রকৌশলী আসিফ উল্লাহ প্রমুখ। দিবসটি উপলক্ষে জেলা নির্বাচন অফিসে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com