রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

কালও হালকা বৃষ্টি থাকবে

কালও হালকা বৃষ্টি থাকবে

ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। কিন্তু এর প্রভাব পড়েছে রাজধানীসহ সারা দেশে। দিনভর চলছে হালকা বৃষ্টি, যা থাকবে আগামীকাল সোমবার পর্যন্ত। এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, এ মাসে অন্তত আরও একটি নিম্নচাপ হবে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় আজ আরও উত্তর দিকে এগোবে। এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা; ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

নিম্নচাপের গতি প্রকৃতির ওপর নির্ভর করছে পরশুও বৃষ্টি হবে কি না। তবে এখন পর্যন্ত ধারণা করা যায়, রোদের মুখ দেখা যেতে পারে মঙ্গলবার। আবহাওয়াবিদ জানান, এ মাসেই আরেকটি নিম্নচাপ আসতে পারে, তবে এর সময় কবে হবে, তা বলা যাচ্ছে না।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com