শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

পায়রা সেতুর টোল প্লাজায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

পায়রা সেতুর টোল প্লাজায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

সিরাজুল ইসলাম সজল, বরিশাল ব্যুরো :
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তার মোটর সাইকেলের আরেক আরোহী আহত হন। তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে ওই সেতুর দক্ষিণপ্রান্ত পটুয়াখালীর দুমকী থানার লেবুখালী এলাকার টোলপ্লাজায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. সাখাওয়াত মৃধা। তিনি বরিশাল সদর উপজেলার বন্দর থানার হিজলতলা এলাকার সালাম মৃধার ছেলে এবং ভোলা জেলা পুলিশে কর্মরত ছিলেন। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সাখাওয়াত তার নিকটাত্মীয় মো. রফিককে নিয়ে মোটর সাইকেলযোগে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পায়রা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের টোল দেওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তার মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলসহ সিটকে পড়ে তারা দুইজন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠালে  দুপুর ২টার দিকে কনস্টেবল সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের চিকিৎসক। আহত রফিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দুমকী থানার ওসি মেহেদী হাসান।  নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
এদিকে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যুতে বরিশাল পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
প্রায় ১ হাজার ৫০ কোটি টাকায় ব্যয়ে নির্মিত লেবুখালীর পায়রা সেতু গত ২৪ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এই প্রথম ওই সেতুর টোলপ্লাজায় দুর্ঘটনায় কোনো প্রানহানীর ঘটনা ঘটলো।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com