রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন

‘ইভিএমে টিপ দিয়েছি, ভোট হইলো কি না বুঝিনি’

‘ইভিএমে টিপ দিয়েছি, ভোট হইলো কি না বুঝিনি’

‘যন্ত্রের (ইভিএমে) মধ্যে ভোট দেওয়া খালি ভেজাল আর ভেজাল। এমনডা দেহি নাই আগে। কোনডায় টিপ দিমু বুঝিও না। দেখাইয়া দিছে, খালি টিপে দিয়েছি। আগে ট্রেনিং করা দরকার ছিল।’

রোববার (১৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে কথাগুলো বলছিলেন ৮৬ বছর বয়সী মনসুর আহমেদ। তিনি নগরের ১৩ নম্বর ওয়ার্ডের ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্রে ভোট দেন।

মনসুর আহমেদ বলেন, ‘মেশিনে ভোট দিয়ে আগের মতো আর আনন্দ নেই। ভোট দিতে আগে দৌড়াইয়া আইতাম। এখন আর সেই অবস্থা নাই। ঠিকমতো ভোটটা হইলো কি না, তাও বুঝতে পারিনি। নিজে ভোট দিলাম নাকি অন্যজন দিলো তাও বুঝলাম না। চিন্তা করেন, কেমনডা লাগে।’

তিনি বলেন, ‘যন্ত্র দিয়ে ভোট দেওয়াটা না বুঝলে অনেক ঝামেলার। একজনের তো ভোট দিতে দেখলাম ১০/১২ মিনিট ধরে। আমার একটু কম সময় লাগছে।’

ভোটের পরিবেশ নিয়ে মনসুর বলেন, ‘পরিবেশ বেশ সুন্দর। পুলিশ অনেক দেখতাছি। আসবো কি আসব না, এই চিন্তা করছিলাম। পরিবেশ ভালো শুনে আসলাম। এখন ভালোই। তবে পরে কী যে হয়, তা তো জানি না। এমনভাবে নির্বাচন হলে তো ভালোই। সবাই যেন ভোট দিতে পারে, সেটাই চাই।’

আদর্শ স্কুল সিটি করপোরেশনের ৯৩ নম্বর ভোটকেন্দ্র। এ কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৯৫৩ জন। কেন্দ্রে ছয়টি বুথ রয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com