রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি চলছে: মির্জা আব্বাস

১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি চলছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে আমাদের সর্বাত্মক প্রস্তুতি চলছে। ঢাকা বিভাগব্যাপী নেতাকর্মীরা সভা করছেন। ঢাকার নয়াপল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করবো। বাইরে থেকে লোকজন আসবে। এজন্য যা করা দরকার আমরা সব করবো।’

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপ-কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সমাবেশের ভেন্যু প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আমরা শুধু নয়াপল্টনের জন্য লিখিতভাবে জানিয়েছি। আমরা নয়াপল্টনে গতকাল বুধবারও সমাবেশ করেছি। এ নিয়ে এখানে শতাধিক সমাবেশ হয়েছে। এমন কি অসুবিধা হবে যে ১০ ডিসেম্বর সমাবেশ নয়াপল্টনে করা যাবে না?’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হবে না। কিন্তু আমরা বিপরীত চিত্র দেখছি। বিরোধী দল দমনের উৎসব চলছে। রাজশাহীতে বাধা দিয়েছে। ব্যানার ও প্যান্ডেল ছিড়ে ফেলেছে। ঢাকা শহরে গ্রেপ্তার করা হচ্ছে।’

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com