রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

রাঙ্গামাটিতে সশস্ত্র দুই গ্রুপের গুলিবিনিময়

রাঙ্গামাটিতে সশস্ত্র দুই গ্রুপের গুলিবিনিময়

রাঙ্গামাটির কাপ্তাইয়ের ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়া ফরেস্ট এলাকায় পাহাড়ি আঞ্চলিক দলের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ জুুলাই) দুপুর ১২টার দিকে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে জানা গেছে।

তিনি জানান, হেডম্যান পাড়া ফরেস্ট এলাকায় সশস্ত্র দুটি সন্ত্রাসী দলের মধ্যে প্রায় ১০-২০ মিনিট গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবিনিময়ের শব্দ শুনে পাড়ার লোকজন আতংকে নদীর ওপারে নিরাপদে আশ্রয় চলে যান। এ সময় চিৎমরম বাজারের ব্যবসায়ীরা ভয়ে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন।

‘এখানে জেএসএস (সন্তু লারমা) নামে একটি দল আছে। তবে নতুন করে অন্য একটি দল প্রবেশ করতে পারে। ধারণা করা হচ্ছে এজন্য এ গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।’

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘চিৎমরম ইউপি সদস্য আলম ফোন করে জানান যে এলাকায় সশস্ত্র দুটি দলের মধ্যে ২-৩ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। সংবাদ শুনে পুলিশের টহলদল ঘটনাস্থলে গেছে।’

সর্বশেষ দুপুর ২টার পর ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করলেও এ ঘটনায় এখনো চিৎমরমবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com