রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কায়েম ভারতে অবস্থান বিষয়ে হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর চিকিৎসকের অনুমতি পেলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে: জাহিদ হোসেন আরব আমিরাতে ১২ বছরের বিচ্ছেদের পরে মা ছেলেকে একত্রিত করলো শারজাহ্ পুলিশ বছরের শুরুতে বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা ভোটের জন্য নিবন্ধন করলো ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৭ জন দগ্ধ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি চিকিৎসকদের উপর নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
তুরস্কে সুগন্ধি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

তুরস্কে সুগন্ধি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শিল্প নগরীতে অবস্থিত সুগন্ধি (পারফিউম) গুদামে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এত ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কোজায়েলি প্রদেশের গভর্নর ইলহামি আক্তাশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হাবেরকে জানান, দিলোভাসি শহরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও পৌরসভার টিমের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘটেছিল। দুঃখজনকভাবে আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন।’ আক্তাশ আরো বলেন, ‘আহতদের মধ্যে দগ্ধ একজনের অবস্থা গুরুতর। অন্য চারজনের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং তারা চিকিৎসা নিচ্ছেন।’
তিনি জানান, আগুন ‘দ্রুত নিয়ন্ত্রণে আনা ও নিভিয়ে ফেলা হয়েছে’ এবং এর কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রচারিত ছবিতে দেখা গেছে, আগুনে ওই ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা একটি গুদাম হিসেবে ব্যবহৃত হতো। তবে আগুনের উৎস এখনো স্পষ্ট নয়।
এক প্রত্যক্ষদর্শী এনটিভিকে জানান, ‘আমি একটা বিস্ফোরণের শব্দ শুনলামৃ বারান্দা থেকে তাকিয়ে দেখি, আমার এক সহকর্মীর পোশাকে আগুন লেগেছে। আমি সঙ্গে সঙ্গে পাইপ ধরে আগুন নিভিয়ে ফেলি। তারপর দেখি, আগুন পুরো কারখানাগুলোকে ঘিরে ফেলেছে। ভবনের ভেতর থেকে চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল।’ দিলোভাসি শহরটি ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি বহু গুদাম ও কারখানাবিশিষ্ট একটি শিল্পনগরী।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com