শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

শিয়ালে কামড় দেওয়ার ৩ মাস পর ভ্যানচালকের মৃত্যু

শিয়ালে কামড় দেওয়ার ৩ মাস পর ভ্যানচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি  সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় শিয়ালের কামড়ে আহত এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাসায় তিনি মারা যান। মৃত দুলাল হোসেন (৪২) পৌরসভার খঞ্জনদিয়ার গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, তিন মাস আগে গ্রামে একটি শিয়াল ক্ষেপে গিয়ে মানুষকে তাড়া করে। এ সময় শিয়াল তিনজনকে কামড় দেয়। এর মধ্যে ভ্যানচালক দুলালও ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে যান তিনি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ভ্যাকসিন নেই জানিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে যেতে বলে। পরে দুলাল হোসেন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করেন। এরপর গত ১০ দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

দুলালের বড় ভাই আব্দুল মালেক জাগো নিউজকে বলেন, ‘গাফলতির কারণে ছোটভাইকে আজ মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। তবে শেষ মুহূর্তে অনেক হাসপাতালে নিয়ে গেছি। কিন্তু সবাই ফিরিয়ে দিলো।’

স্থানীয় কাউন্সিলর আবু শামিম সুর্য জাগো নিউজকে বলেন, দুলাল একজন ভ্যানচালক। দিন আনে দিন খায়। শিয়াল কামড়ালে কী করতে হয় তাও বোঝে না। অবহেলা করে কোনো চিকিৎসা নেয়নি সে। যার ফল আজ তাকে নিতে হলো।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জাগো নিউজকে বলেন, কুকুর বা শিয়ালের কামড়ালে যদি সঠিক সময়ে ভ্যাকসিন প্রয়োগ করা যায় তাহলে মৃত্যুর আশঙ্কা খুবই কম থাকে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com